বুয়েট ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের রুম সিলগালা

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 06:30:45

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিভিন্ন হলে অবৈধভাবে অবস্থান করা শিক্ষার্থীদের রুম সিলগালা করা শুরু করেছে কর্তৃপক্ষ।

শনিবার (১২ অক্টোবর) বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের রুম সিলগালা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে অছাত্রদের হল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে।

জানা গেছে, আহসান উল্লাহ হলের দুটি ও শেরেবাংলা হলের একটি রুম সিলগালা করা হয়েছে। এর মধ্যে আহসান উল্লাহ হলের ১২১ নম্বর রুম ও বুয়েট ছাত্রলীগ সভাপতি খন্দকার জামিউস সানির ৩২১ নম্বর রুমটি সিলগালা করা হয়েছে। আর শেরেবাংলা হলে বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আবরার হত্যা মামলার আসামি মেহেদী হাসান রাসেলের ৩০১২ নম্বর রুমটি সিলগালা করা হয়।

অন্যান্য হলের ছাত্রলীগের ব্যবহৃত রুমগুলোও সিলগালা করা হবে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, তিনটি রুম সিলগালা করা হয়েছে। অছাত্রদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই অভিযান চলবে। হল প্রভোস্টরা হলগুলোতে অভিযান চালাবেন।

এর আগে শিক্ষার্থীদের দাবির মুখে শনিবার বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ও রাজনৈতিক সংগঠনের কক্ষ সিলগালা করার বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এ সম্পর্কিত আরও খবর