আবরার হত্যার বিচারের দাবিতে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 10:04:24

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।

সোমবার (৭ অক্টোবর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন জোটের নেতাকর্মীরা। এর আগে দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসের আমতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহাসড়ক অবরোধ করে আবরার হত্যার বিচার দাবি করে।

আবরার হত্যার বিচারের দাবিতে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে জোটের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করেন। সেখানে তারা প্রায় আধাঘন্টা অবস্থান নেন। অবরোধ কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান সেখানে যান এবং অবরোধ তুলে নিতে অনুরোধ করেন। পরে দুপুর আড়াইটার দিকে তারা কর্মসূচি তুলে নেন।

কর্মসূচি থেকে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা সন্ধ্যা ৬টায় ক্যাম্পাসে মশাল মিছিলের ঘোষণা দেন। এ ছাড়া বিকেল ৫টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ফের মহাসড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দেন।

আরও পড়ুন: আবরারের শেষ ফেসবুক স্ট্যাটাস!

আরও পড়ুন: বুয়েট ছাত্রের রহস্যজনক মৃত্যু

আরও পড়ুন: আবরারের মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য ২ ছাত্রলীগ নেতা আটক

এ সম্পর্কিত আরও খবর