ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে

, ক্যাম্পাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঝিনাইদহ | 2023-08-27 15:58:49

ক্লাস-পরীক্ষা চালু, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনাপত্তিপত্র পাওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন করছে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবারও (৩ অক্টোবর) কলেজের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করছে। তারা তাদের দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে।

ওই কলেজের শিক্ষার্থী লুবান মাহফুজ মিশুক জানান, কলেজটি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পরও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনাপত্তিপত্র দিচ্ছে না। এ কারণে গত ৯ মাস যাবৎ বন্ধ রয়েছে তাদের ক্লাস ও পরীক্ষা। তাই অনাপত্তিপত্র ও ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে বুধবার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন তারা। প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয়া হলেও কলেজের প্রধান ফটকের সামনে বসে আমরণ অনশন করছেন তারা। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে।

এ সম্পর্কিত আরও খবর