ইবিতে দুর্গাপূজার ছুটি শুরু ৫ অক্টোবর

বিবিধ, ক্যাম্পাস

ইবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 09:53:49

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চারদিনের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী শনিবার (৫ অক্টোবর) থেকে ছুটি শুরু হয়ে চলবে ৯ অক্টোবর পর্যন্ত।

গত বুধবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ৬ থেকে ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে। এছাড়া উপাচার্যের নির্বাহী এক আদেশে আগামী ৫ অক্টোবর (শনিবার) ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ওইদিন কোন বিভাগ চাইলে ক্লাস-পরীক্ষা গ্রহণ করতে পারবে।

উল্লেখ্য, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি (বৃহস্পতিবার ও শুক্রবার) ও উপাচার্যের নির্বাহী আদেশে অতিরিক্ত একদিন ছুটি থাকায় এ বছর দুর্গাপূজার মোট ৯ দিনের ছুটি পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

এ সম্পর্কিত আরও খবর