শাবিপ্রবিতে দু’দিনব্যাপী ‘মেকনোভেশন’ শুরু

বিবিধ, ক্যাম্পাস

শাবিপ্রবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 20:37:39

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে দু’দিনব্যাপী ‘মেকনোভেশন-২০১৯’ শুরু হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় একাডেমিক ভবন ‘এ’ এর সামনে থেকে অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্নস্থান প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের সামনে এসে কেক কাটার মধ্য দিয়ে শেষ হয়। পরবর্তীতে বেলুন উড়িয়ে আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মেকনোভেশনের আহ্বায়ক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ, আইপিই বিভাগের অধ্যাপক ড. মুহসিন আজিজ খান, মেকনোভেশন এর সদস্য সচিব প্রভাষক নুরুজ্জামান সাকিব প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি শিক্ষা কার্যক্রমে এগিয়ে যাচ্ছে যা আমাদেরকে সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগায়। এ ধারা অব্যাহত রাখতে সব ধরনের সহযোগিতা বিশ্ববিদ্যালয় প্রশাসন করবে বলে জানান তিনি।

দুইদিনব্যাপী এ আয়োজনে প্রথমদিনে টেকনিক্যাল পার্টে মোট চারটি বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। টেকনিক্যাল পার্টে বিভিন্ন প্রতিযোগিতায় দেশের নয়টি বিশ্ববিদ্যালয়ের ১৫০ জন প্রতিযোগী অংশ নিয়েছে। এর মধ্যে লাইন ফলোয়ার রোবোটিক্স কন্টেস্টে ৩০টি দল, আইডিয়া প্রেজেন্টেশনে ১২টি, ডিজাইন কন্টেস্টে ১৪টি এবং রুবিক্স কিউব কন্টেস্টে মোট ৯টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে রুবিক্স কিউবে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীও অংশ নিচ্ছে।

দ্বিতীয় দিন (শনিবার) ক্যারিয়ার বিষয়ক সেমিনার ছাড়াও সমাপনী অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, মেকনোভেশন-২০১৭ নিজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত হচ্ছে। ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের নতুন বিভাগ হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ।

এ সম্পর্কিত আরও খবর