ভিসি অপসারণের দাবিতে বশেমুরবিপ্রবি'তে আন্দোলন অব্যাহত

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গোপালগঞ্জ | 2023-08-25 15:41:05

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের অপসারণের দাবিতে ৬ষ্ঠ দিনের মত আন্দোলন করছে শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করলেও অব্যাহত রয়েছে অনশন ও আন্দোলন। মিছিলে মিছিলে ভরে গেছে পুরো ক্যাম্পাস।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। এসময় ভিসির পদত্যাগের দাবীতে শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয়। ভিসি অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায় শিক্ষার্থীরা।

এদিকে, শনিবার ক্যাম্পাসের বাইরে বিভিন্ন স্থানে বহিরাগতদের হামলায় ২০ শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় প্রশাসন কোন ব্যবস্থা না নেয়ায় আবারো হামলার আশঙ্কা করছে শিক্ষার্থীরা।

এর আগে হামলার ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোঃ হুমায়ূন কবীর পদত্যাগ করেন। বিভিন্ন সমস্যা এড়াতে সোমবার (২৪ সেপ্টেম্বর) রাতে নিজের নিরাপত্তা চেয়ে তিনি গোপালগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

ক্যাম্পাস উত্তাল থাকায় ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর