আ. লীগ সব সময় সন্ত্রাসী দল, ছাত্রলীগ তো বটেই: মির্জা ফখরুল

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-29 13:06:42

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ সব সময় সন্ত্রাসী দল, ছাত্রলীগ তো বটেই।’

তিনি বলেন, ‘ছাত্র রাজনীতির যে একটা নতুন অধ্যায় সৃষ্টি করতে যাচ্ছিল ছাত্রদল, সে অধ্যায়কে সমূলে বিনষ্ট করবার জন্যে পায়তারা করছে তারা। কারণ বিভিন্ন পত্র-পত্রিকায় গত কয়েকদিন ধরে আমরা যা দেখছি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সব রকমের অন্যায়-অপকর্ম তারা করছে। সন্ত্রাস তারা সব সময় করে এসেছে। সেই সন্ত্রাসের একটা নজির আজ দেশবাসী দেখতে পেল।’

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে এসব মন্তব্য করেন তিনি। এ সময় তিনি তাদের খোঁজ খবর নেন এবং তাদের কাছ থেকে ঘটনার বিবরণ শোনেন।

তিনি বলেন, ‘অত্যন্ত সফল সম্মেলন ও নির্বাচনের মধ্য দিয়ে ছাত্রদল নতুন উদ্যোমে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে প্রবেশ করেছে। ঠিক এমন সময় আওয়ামী সন্ত্রাসীরা বিশেষ করে ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদলের প্রেসিডেন্ট-সেক্রেটারিসহ অন্যান্য নেতাকর্মীদের ওপর যে আক্রমণ চালিয়েছে, তা শুধু ন্যক্কারজনকই নয়, এটা বাংলাদেশের রাজনীতির জন্য অশনি সংকেত বলেও মনে করছি। আমরা মনে করি, ছাত্রদলের ওপর হামলা মানে গণতন্ত্রের ওপর হামলা। আমরা হামলাকারীদের শাস্তি দাবি করছি।’

এ সময় সাবেক ছাত্রনেতা খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, শহিদুল ইসলাম বাবুল, ডা. রফিকুল ইসলাম, ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসও আহতদের দেখতে যান।

উল্লেখ্য, সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর, দোয়েল চত্বর ও টিএসসিতে দফায় দফায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এতে তিন সাংবাদিকসহ ৩০-৪০ জন আহত হন। যাদের মধ্যে সাত-আটজনের অবস্থা গুরুতর।

এ সম্পর্কিত আরও খবর