সাংবাদিক ও ছাত্রদলের ওপর হামলায় ডাকসুর নিন্দা

, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-29 12:31:50

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল ও সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু সহ-সভাপতি নুরুল হক নুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ঢাবিতে ছাত্রদলের ওপর হামলা, ৩ সাংবাদিকসহ আহত ১২

                  সনজিতের গ্রেফতার দাবি ছাত্রদলের!

বিজ্ঞপ্তিতে নুর বলেন, ‘শিক্ষার্থীদের ওপর বারবার এমন নগ্ন হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাই। একই সঙ্গে ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্রসংগঠনসমূহকে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানাই।’

ডাকসুর দেওয়া বিজ্ঞপ্তি

 

তিনি আরও বলেন, ‘সাত কলেজ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা এবং সর্বশেষ আজ (সোমবার) ছাত্রদল ও সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এসব খুবই পরিতাপের বিষয়। গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করে একনায়ক কর্তৃত্ববাদী পরিবেশ কায়েম করতেই তারা এসব হামলা চালায়।’

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে টিএসসিতে ঢাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেছে শাখা ছাত্রলীগ। এতে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির তিন সদস্যসহ আহত হয়েছেন অন্তত ১২জন।

এ সম্পর্কিত আরও খবর