সনজিতের গ্রেফতার দাবি ছাত্রদলের

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 07:11:18

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের প্রত্যক্ষ নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

তিনি বলেন, ‘এ ন্যক্কারজনক হামলার জন্য দায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত। আমরা তার গ্রেফতার দাবি করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩টার দিকে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন: ঢাবিতে ছাত্রদলের ওপর হামলা, ৩ সাংবাদিকসহ আহত ১২

এ সময় শ্যামল বলেন, ‘বিনা উসকানিতে তারা আমাদের ওপর পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছেন। এতে আমাদের ৩০-৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালে আছেন সাত-আটজন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাকে সাংবাদিকদের সঙ্গে দেখা করতেও বাধা দিয়েছে ছাত্রলীগ। পরে ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিতের নির্দেশে এ হামলা চালানো হয়েছে। এজন্য ছাত্রদলের পক্ষ থেকে তার গ্রেফতার দাবি করছি।’

এ সময় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনসহ অর্ধ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাবির টিএসসিতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করে ছাত্রলীগ। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে স্টুডেন্ট জার্নাল, বিজনেস বাংলাদেশ এবং প্রতিদিনের সংবাদের তিন সাংবাদিকসহ ১২ জন আহত হন। আহত তিন সাংবাদিক ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য। তারা হলেন আনিসুর রহমান, আফসার মুন্না এবং রাহাতুল ইসলাম রাফি। 

এ সম্পর্কিত আরও খবর