২৩ ভুলের সংবাদ বিজ্ঞপ্তিতে প্রো-ভিসির পদত্যাগ চাইলেন ভিসিপন্থিরা

, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 19:45:38

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক আমির হোসেনের পদত্যাগের দাবিতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে উপাচার্যপন্থি শিক্ষকদের সংগঠনের 'বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ'। তবে পদত্যাগের দাবি নয় বরং আলোচনায় উঠে এসেছে সংবাদ বিজ্ঞপ্তির ভাষা ও ভুলে ভরা বাংলা বানান নিয়ে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উপ-উপাচার্যের (প্রশাসন) পদত্যাগের দাবিতে এ সংবাদ বিজ্ঞপ্তি দেন উপাচার্যপন্থি শিক্ষকরা।

বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ স্বাক্ষরিত এক পাতার এ সংবাদ বিজ্ঞপ্তি মোট ২৩টি ভুল খুঁজে পাওয়া গেছে।

এদিকে গতকাল বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়লে নানা বিতর্কের সৃষ্টি হয়। একজন উপ-উপাচার্যকে উপাচার্যপন্থি শিক্ষকরা এভাবে ব্যক্তিগত আক্রমণ করতে পারেন কিনা সে প্রশ্ন তোলেন অনেকেই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, 'আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা চাইলেই ইচ্ছামতো সবকিছু করতে পারি না। ব্যক্তিগত আক্রোশের কারণে যাকে তাকে এভাবে আক্রমণ করা চলে না। তাছাড়া উনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অংশ। প্রশাসনের অংশ হওয়ার পরেও কীভাবে উপাচার্যপন্থি শিক্ষকরা এই ভাষা ব্যবহার করতে পারেন? এছাড়া বাংলা বানান ভুলের বিষয়েও খেয়াল রাখা উচিৎ ছিল।'

বিশ্ববিদ্যালয়ের ক্লোজ ফেসবুক গ্রুপে (আমরাই জাহাঙ্গীরনগর) নেহাল নামে এক শিক্ষার্থী বলেন, 'স্যার, এটা শেয়ার দেওয়া ঠিক না। এটা ভাইরাল হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মান সম্মান ডুববে। ২৩টা বানান ভুল বলে কথা। আগে মানুষ বলত, বিশ্ববিদ্যালয় থেকে পাস করেও কিছু পারে না। আর এখন বলবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েও কিছু পারে না।'

এদিকে শিক্ষার্থীদের মন্তব্যের তোপের মুখে পড়ে পরবর্তীতে বিভিন্ন গ্রুপ থেকে প্রচারপত্রটি তুলে নিতে দেখা যায়।

এই বিষয়ে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী বলেন, 'আমি এখন ঢাকায় আছি। এ বিষয়ে ফোনে কোন মন্তব্য করতে পারব না।'

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে মদদ দেওয়ার অভিযোগ তুলে উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেনের পদত্যাগ চেয়েছেন উপাচার্যপন্থি শিক্ষকরা।

তবে পদত্যাগের বিষয়ে অধ্যাপক আমির হোসেন বলেন, 'উপাচার্য ফারজানা ইসলাম বিভিন্ন সময় আমাকে তার গ্রুপে যোগ দেওয়ার আহ্বান জানান। কিন্তু আমি আমার আদর্শচ্যুত হতে চাইনি। তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব অভিযোগ আনা হচ্ছে। আমাকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন মাননীয় আচার্য। আমার কোনো কর্মকাণ্ডে কারণ দর্শানো কিংবা সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারও আচার্যের।'

এ সম্পর্কিত আরও খবর