প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগ চলবে: নাহিয়ান জয়

, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 20:57:12

সদ্য দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, 'প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগকে পরিচালিত করব। তিনি যেভাবে বলবেন ঠিক সেভাবে ছাত্রলীগ চলবে। কোনো টেন্ডারবাজ বা চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো প্রমাণ পেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণ করব।'

রোববার (১৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, 'বাংলাদেশ ছাত্রলীগের কারও বিরুদ্ধে যদি চাঁদাবাজি বা টেন্ডারবাজির অভিযোগের প্রমাণ পায় এবং তারা যদি ছাত্রলীগের সুনাম নষ্ট করে তাহলে সঙ্গে সঙ্গেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, 'আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে- আগামী ১০ মাসের মধ্যে সবগুলো কমিটি তৈরি করে একটি সুন্দর সম্মেলন উপহার দেওয়া। ছাত্রলীগকে নিয়ে যাতে সাংবাদিকরা কোনো নেতিবাচক প্রশ্ন করতে না পারেন, আমরা সেই পর্যায়ে ছাত্রলীগকে নিয়ে যাব। এটা বাস্তবায়ন করতে পারলে আমরা খুশি থাকব। একই সঙ্গে আগের নেতাদের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে সেগুলো আমরা ওভারকাম করার চেষ্টা করব। ছাত্রলীগকে একটি ব্যানারের নিচে দাঁড় করাতে চাই। এখানে অমুক তমুকের ছাত্রলীগ বলতে কিছু থাকবে না।ছাত্রলীগ একটাই, সেটা হচ্ছে শেখ হাসিনার ছাত্রলীগ।'

আরও পড়ুন: ছাত্রলীগ একটাই, সেটা শেখ হাসিনার: লেখক

আরও পড়ুন: রাব্বানী কি ডাকসুর পদে থাকার নৈতিকতাও হারালেন?

আরও পড়ুন: ছাত্রলীগের পদ হারালেন শোভন-রাব্বানী

এ সম্পর্কিত আরও খবর