ভর্তিচ্ছু শিক্ষার্থীরা থাকতে পারবেন সনজিত-সাদ্দামের কক্ষে

, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 01:52:38

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা থাকার সমস্যায় পড়লে ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনের কক্ষে থাকতে পারবেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বিষয়টি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

এতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা সংক্রান্ত কার্যক্রম তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করতে গিয়ে ছাত্রলীগ সভাপতি বলেন, 'যেসব শিক্ষার্থীরা আগের দিন রাতে আসবে তারা আমাদের রুমে থাকতে পারবে। আমরাতো সিঙ্গেল রুমে থাকি। আমাদের রুমে ১৬-১৭ জন থাকতে পারবে।

এছাড়া শিক্ষার্থীরা যেন কোনো ধরনের হেনস্তা কিংবা হয়রানির স্বীকার না হয় সেজন্য ছাত্রলীগ সর্বোচ্চ দায়িত্বশীল আচরণ করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

সনজিত চন্দ্র দাস বলেন, 'সব ধরনের জালিয়াতের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে আছি।' এ বিষয়ে তিনি গণমাধ্যম এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এর আগে ঢাবিতে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সহায়তায় ১০টি সেবার দেওয়ার কথা বলে ঢাবি ছাত্রলীগ।

আরও পড়ুন: ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ছাত্রলীগের ১০ সেবা

এ সম্পর্কিত আরও খবর