ঢাবিতে দুর্নীতির বিরুদ্ধে আলোর মিছিল

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 08:12:00

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রাধ্যক্ষ, হল সংসদ ও ছাত্রলীগ নেত্রীদের বিরুদ্ধে ২১ লাখ টাকা নিয়োগ বাণিজ্য ও অবৈধভাবে ভর্তি হয়ে ডাকসু ও হল ইউনিয়নে প্রতিনিধিত্বের প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীরা।

রোববার (৮ সেপ্টেম্বর) রাত আটটার দিকে মশাল নিয়ে 'দুর্নীতির বিরুদ্ধে আলোর মিছিল' ব্যানারে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রোকেয়া হলের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভে অংশ নেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠনের শতাধিক নেতাকর্মী।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাগীব নাঈম বলেন, আমরা শুধু রোকেয়া হলেরটা জানতে পেরেছি, কিন্তু জসীমউদ্দীন, একত্তর কিংবা ফজলুল হক হলে যে এমনটা হচ্ছে না, তার নিশ্চয়তা কে দেবে। আমরা এসব দুর্নীতির তীব্র নিন্দা জানাই।

আরও পড়ুন: চিরকুটে ভর্তি: ঢাবি উপাচার্যের পদত্যাগ দাবি

বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাবি শাখার সভাপতি আবু রায়হান খান বলেন, ভিসির কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আপনি কি চিরকুটের মাধ্যমে ভর্তি হয়েছেন? তা না হলে বিশ্ববিদ্যালয়ের সাথে কীভাবে এমন কাজ করলেন আপনি?

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাবি শাখার সভাপতি সালমান সিদ্দিকী বলেন, ছাত্রলীগের যাদের ছাত্রত্ব ছিলনা, এরকম ৩৪ জনকে উপাচার্য ও ডিন চিরকুটের মাধ্যমে ভর্তি করিয়েছেন।

এসময় রোকেয়া হলের আবাসিক ছাত্রী শ্রবণা শফিক দীপ্তি বলেন, রোকেয়া হলের দুর্নীতির কথা বেরিয়ে এসেছে হল সংসদের এজিএস ফাল্গুনী তন্বীর মাধ্যমে। ভাগ-বাটোয়ারা না পেয়ে ক্ষুব্ধ হয়ে তিনি ফোন কল ফাঁস করেছেন।

প্রসঙ্গত, কিছু দিন আগে রোকেয়া হলের প্রভোস্ট, ছাত্র সংসদ এবং ছাত্রলীগ নেত্রীদের বিরুদ্ধে হলে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ২১ লাখ টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগ ওঠে। পরে নিয়োগ স্থগিত করা হয়। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করে হল প্রশাসন।

এ সম্পর্কিত আরও খবর