'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' ব্যানারে জাবির শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 06:33:26

'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকেরা কর্মবিরতি, পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশ করেন। তিন দফা দাবি নিয়ে এ সমাবেশে জাবির শিক্ষকেরা যোগ দেন। সম্প্রতি জাবি উপাচার্যের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে এ সমাবেশের আহ্বান করেন তারা।

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অধ্যাপক আনু মুহাম্মদ

 

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় কর্মবিরতি, পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশ শুরু হয়। সমাবেশে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, 'মহাপরিকল্পনার দুর্নীতির সঙ্গে এখন যোগ হয়েছে সন্ত্রাস। সন্ত্রাসী এবং আধিপত্য যদি অব্যাহত থাকে তাহলে উদ্ভূত সমস্যার সমাধান হবে না। গতকাল চলমান আন্দোলনের এক সংগঠকের উপর হামলা করা হয়েছে, এ হামলা করে বিশ্ববিদ্যালয়ে শান্তি আনা যাবে না।

আরও পড়ুন: আন্দোলনকারীকে জাবি ছাত্রলীগ নেতার মারধর, আলোচনা স্থগিত

তিনি আরো বলেন, 'গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাগুলো ঘটছে এটা শিক্ষা মন্ত্রণালয় এবং চ্যান্সেলর কার্যালয়ের অবহিত থাকার কথা। এসব নিয়ে সারাদেশে এখন আলোচনা হচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয় জনগণের টাকায় চলে সেক্ষেত্রে এখানে কি হচ্ছে সেটা জানার অধিকার দেশের সাধারণ মানুষের আছে।'

প্রতিবাদ সমাবেশ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা বলেন, 'উপাচার্য আমাদের কাছে একটা প্রতীকী অর্থ এটা কোনো ব্যক্তির নয়। উপাচার্য হবার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের অভিভাবক কিন্তু এই অভিভাবকের নাম জড়িয়ে যদি কোন অন্যায়ের কথা গণমাধ্যমে আসে, সেটা আমরা কোন ভাবেই মেনে নিতে পারিনা।'

আরও পড়ুন: জাবিতে চলছে অবরোধ, আলোচনায় হয়নি সমাধান

অধ্যাপক খবির উদ্দিন বলেন, 'আমাদের তিনটা দাবি। এর মধ্যে অন্যতম দাবি হলো উপাচার্যের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তোলা এই অভিযোগ থেকে মুক্ত হতে চাই। আর উপাচার্যকে বলতে চাই যদি অভিযোগ মিথ্যা হয়ে থাকে তবে যারা অভিযোগ তুলছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করুন। '

আরও পড়ুন: আন্দোলনকারীকে জাবি ছাত্রলীগ নেতার নির্যাতন, প্রতিবাদে বিক্ষোভ

প্রতিবাদ সমাবেশে শিক্ষকরা দাবি করেন, প্রকল্প বাস্তবায়নে যে মাস্টারপ্ল্যান অনুসরণ করা হচ্ছে তা অপরিকল্পিত-অস্বচ্ছ। এছাড়া মেগা প্রকল্পের টাকা দুর্নীতি ও টেন্ডার ছিনতাইয়ের বিচার বিভাগীয় তদন্তের দাবি করেন তারা। এছাড়া অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প পুনর্বিন্যাসসহ অংশীজনদের মতামতের ভিত্তিতে পুরো প্রকল্প বাস্তবায়ন করার দাবি জানান তাঁরা।

বাংলা বিভাগের অধ্যাপক রেজাউল করিম তালুকদারের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, দর্শন বিভাগের অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক আনোয়ারুল্লাহ ভুঁইয়া, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নূরুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক সাদিয়া আহমদ, অধ্যাপক সাঈদ ফেরদৌস, অধ্যাপক রায়হান রাইন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর