শিক্ষক নিয়োগে অভিন্ন নীতিমালা বাতিলের দাবি বাকৃবি শিক্ষকদের

, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ | 2023-08-26 12:21:23

পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও পদোন্নতির জন্য প্রণীত অভিন্ন নীতিমালা বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে বাকৃবির প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. আবু হাদী নুর আলী খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রফেসর ড. একেএম জাকির হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ মহির উদ্দীন, প্রফেসর ডখান মো. সাইফুল ইসলাম, প্রফেসর ড. রফিকুল আলম, ড. জাহাঙ্গীর আলম প্রমুখ।

বক্তারা বলেন, 'সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় ইউজিসি কর্তৃক শিক্ষকদের নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত এক অভিন্ন নীতিমালা পাশ করানো হয়েছে। প্রস্তাবিত নীতিমালা অভিন্ন হওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয়কে চারটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে যা নীতিমালার পরিপন্থী।'

তারা বলেন, 'প্রস্তাবিত অভিন্ন নীতিমালায় কৃষি ও কৃষি প্রধান বিশ্ববিদ্যালগুলোর সঙ্গে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ব্যাপক অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয়েছে। কৃষি ও কৃষি প্রধান বিশ্ববিদ্যালয়সমূহের নিয়োগ ও পদোন্নতির জন্য প্রণীত নীতিমালা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রণীত নীতিমালা হতে কঠোরতর। আমাদের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করেই এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে যা আমাদের হতবাক করেছে।'

নীতিমালার অসামঞ্জস্যতা তুলে ধরে শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. আবু হাদী নুর আলী খান বলেন, 'ইউজিসি যেখানে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা, গবেষণা ও শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানোর চিন্তা করবেন সেখানে উচ্চশিক্ষাকে গলা টিপে হত্যার ব্যবস্থা করছেন। প্রস্তাবিত নীতিমালায় পিএইচডি ইনক্রিমেন্ট, সেশন বেনিফিটসহ বিদ্যমান সুযোগ সুবিধাগুলো কেড়ে নিচ্ছে।'

এ সম্পর্কিত আরও খবর