সহজেই সমাধান হচ্ছে না সাত কলেজের অধিভুক্তি সমস্যা!

, ক্যাম্পাস

ইমরান হোসাইন, ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 11:34:10

 

সহজেই সমাধান হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজ নিয়ে সৃষ্ট সমস্যা। এ সমস্যা সমাধানে আরো সময় লাগতে পারে বলে জানিয়েছেন সুপারিশ কমিটির আহ্বায়ক এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং কমিটির সদস্য ও ডাকসু ভিপি নুরুল হক নুর।

বুধবার তাদের সাথে কথা বলে এ তথ্য জানাগেছে। যদিও গত ২৪ জুলাই ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানিয়েছিলেন, বৈজ্ঞানিকভাবে ১৫ দিনের মধ্যে অধিভুক্তি সমস্যার সমাধান হবে। কিন্তু প্রায় একমাস পার হলেও সমস্যার সমাধান হয়নি।

সুপারিশ কমিটির আহবায়ক অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বার্তাটোয়েন্টিফোর.ককে বলেন, ‘কমিটির সদস্যদের নিয়ে একটা মিটিং করেছি। আরেকটা মিটিং আগামী সপ্তাহে করা হবে। মিটিংয়ের বিষয়গুলো তৈরি করছি।’

কমিটি গঠনের ১০ কার্যদিবসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার কথা থাকলে একমাসেও কেন সম্ভব হয়নি- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এজন্য আরও একমাস সময় বাড়িয়ে নেওয়া হয়েছে। কারণ প্রস্তাবনার রিপোর্ট তৈরি করতে একমাসেরও বেশি সময় লাগতে পারে। রিপোর্টের পর সিদ্ধান্ত জানানো হবে।’

এদিকে সুপারিশ কমিটির সসদ্য ও ডাকসুর ভিপি নুরুল হক নুর বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘প্রথম বৈঠকে অনেকে সাত কলেজকে ঢাবির সাথে না রাখতে মত দিয়েছেন। আবার অনেকে বলছেন প্রয়োজনে যারা রানিং শিক্ষার্থী তাদের কার্যক্রম শেষ করে নতুন সেশন থেকে ঢাবির অধীনে ভর্তি করানো বন্ধ করা উচিৎ। এমন অনেক ধরণের প্রস্তাবনা এসেছে। কিন্তু বৈঠকে কোনো কার্যকর সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।’

তিনি আরো বলেন, ‘সদস্যদের অনেকে এই কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধীনে দেওয়ার প্রস্তাব করেছেন। পরবর্তী মিটিংয়ের আগে সাত কলেজ নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থী, ঢাবিতে অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী এবং সাত কলেজের শিক্ষকদের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। সবমিলিয়ে আরও একমাসেরও বেশি সময় লাগতে পারে।’

সাত কলেজ নিয়ে নিজের অবস্থান সম্পর্কে ভিপি নুর বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অন্যরকম মান-মর্যাদা, ইতিহাস-ঐতিহ্য রয়েছে। এটাকে কমন প্ল্যাটফর্ম বানিয়ে ফেলার পক্ষে আমি না। বিশ্ববিদ্যালয় থেকে সেরা মানুষ তৈরি হবে। তারা সারাদেশে সার্ভিস দেবে। কিন্তু এটাকে একটা কমন শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে পরিণত করা মোটেও উচিৎ হবে না। এটা করা হলে বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে প্রশ্ন উঠবে।’

তিনি আরো বলেন, 'সুপারিশ কমিটির আহ্বায়ক যেহেতু সামাদ স্যার। তাই আশা করি আমরা শিগগিরই একটা কার্যকর সমাধানে পৌঁছাতে পারবো। উনি প্রশাসনিক কার্যক্রমে খুবই ডাইনামিক ব্যক্তি।'

প্রসঙ্গত, শিক্ষার মানোন্নয়ন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওপর থেকে চাপ কমানোর লক্ষ্যে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর সরকারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে সরকার। কলেজগুলো হলো- ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কাজী নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, তিতুমীর কলেজ এবং মিরপুর  বাঙলা কলেজ। কিন্তু অধিভুক্ত করার ফলে শিক্ষার মানতো উন্নত হয়নি বরং নতুন সংকট তৈরি হয়। সেশনজট, একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন, গণহারে ফেল ইত্যাদি নিয়ে কয়েকবার আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।

অন্যদিকে সাত কলেজকে ঢাবির অধিভুক্তি রাখার বিরোধী বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী। ইতোমধ্যে অধিভুক্তি বাতিলের দাবিতে তীব্র আন্দোলন শুরু করে ঢাবির সাধারণ শিক্ষার্থীরা। একপর্যায়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করে টানা চারদিন প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবরোধ করে শিক্ষার্থীরা। সবশেষে গত ২৪ জুলাই অধিভুক্তি সমস্যা সমাধানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদকে আহ্বায়ক করে ১১ সদস্যের সুপারিশ কমিটি গঠন করা হয়।

এ সম্পর্কিত আরও খবর