ডেঙ্গু প্রতিরোধে জাবিতে প্লাস্টিকের 'ওয়ান টাইম পণ্য' নিষিদ্ধ

, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-29 05:52:55

ডেঙ্গু প্রতিরোধের অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস অভ্যন্তরে প্লাস্টিকের 'ওয়ান টাইম' গ্লাস, প্লেট, চায়ের কাপ নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস হতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে তিন দফায় ওষুধ স্প্রে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৬ আগস্ট চলমান প্রথম মেয়াদের ঔষধ স্প্রে করা শেষ হবে। এছাড়া ১৯ আগস্ট দ্বিতীয় মেয়াদে এবং ১৫ সেপ্টেম্বর থেকে তৃতীয় মেয়াদে ঔষধ স্প্রে করা হবে।

এর আগে সকাল ১১টায় উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ডেঙ্গু পর্যবেক্ষণ ও প্রতিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং ঔষধ স্প্রের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়।

এছাড়া ডেঙ্গু মোকাবেলায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রকে সার্বক্ষণিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকার কথা বলা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর