ঢাবির জিয়া হল থেকে মাদকসহ ৫ বহিরাগত আটক

, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 09:27:20

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল থেকে গাঁজা ও মাদকসহ পাঁচজনকে আটক করে পুলিশে দিয়েছে হল প্রশাসন।

আটককৃতদের কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। তাদের একজন হলের বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কর্মকর্তা মৃত আবুল কাশেমের ছেলে মোশারফ হোসেন পারভেজ। বাকিরা সবাই বহিরাগত।

শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হল কর্মচারীদের টিনশেড কোয়ার্টার থেকে তাদের আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের মাধ্যমে তাদের শাহবাগ থানায় প্রেরণ করা হয়।

এ বিষয়ে জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিয়া রহমান বলেন, 'হলের একজন প্রাক্তন কর্মচারী, যিনি মারা গেছেন। তার ছেলে হলের যে বাসায় থাকত, সেখান থেকে কর্মচারীর ছেলেসহ ৫-৬ জন ছেলেকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। তাদের কাছে মদ, গাঁজা ও মাদকসেবনের উপাদান পাওয়া গেছে। এরা সবাই বহিরাগত।'

তিনি আরও বলেন, 'প্রাথমিকভাবে অনেকে বলেছেন, মুচলেকা দিয়ে ছেড়ে দেন। কিন্তু যেহেতু বিষয়টি মাদকের সঙ্গে জড়িত, এটা একটা অপরাধ। তাই পুলিশকে ফোন দিয়ে তাদেরকে প্রক্টরিয়াল টিমের মাধ্যমে থানায় সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।'

থানায় পাঠানোর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী বলেন, 'বহিরাগত ছয়জনকে আটক করা হয়েছিল, একজন পালিয়ে গেছে। এখানে একজন হলের প্রাক্তন কর্মচারীর ছেলে। এটা কোনো ইস্যু নয়। আমরা দেখতে চাই, এ ধরনের কাজে বহিরাগতদের সঙ্গে কাদের সংযোগ আছে। কোনো ড্রাগ বা অবৈধ কাজে ক্যাম্পাসে কারোরই প্রশ্রয় হবে না।'

জানা গেছে বহিরাগতরা হলেন- অর্ণব সাগর, অনিক হাসান, মেহদী কাজি, মো. তপন ও টিপু সুলতান রনি।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি আবুল হোসেন বলেন, 'তারা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়, এতটুকু জানি। তাদের পরিচয় জানতে আমাদের কর্মকর্তা কাজ করছেন।'

এ সম্পর্কিত আরও খবর