ঢাবি সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 09:01:50

নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী।

প্রতিষ্ঠার ৫৭তম বছরে পা রেখেছে বিভাগটি। ১৯৫৬ সালের ২ আগস্ট প্রতিষ্ঠা লাভ করে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

প্রতিষ্ঠাবার্ষিকীর দিন শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবার (১ আগস্টে) প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালিত হয়। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ‘ন্যায়ের জন্য সাংবাদিকতা’।

দিবসটি উপলক্ষে সকাল থেকেই মুখরিত ছিল বিভাগের ফটক। শিক্ষার্থীদের মাঝে দেখা যায় বাড়তি আমেজ। নানা ধরনের প্ল্যাকার্ড আর স্লোগান নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা যোগ দেন বর্ণ্যাঢ্য শোভাযাত্রায়।

সকাল সাড়ে দশটায় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামানের উপস্থিতিতে শুরু হয় শোভাযাত্রা।

এ সময় শোভাযাত্রাটি ডাকসু ভবন হয়ে লাইব্রেরি প্রদক্ষিণ করে লেকচার থিয়েটারের আরসি মজুমদারে এসে মিলিত হয়।

এরপর বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক গাবেরী গায়েনের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সামাজিক ন্যায়বিচারের জন্য সাংবাদিকতার ওপর বক্তব্য দেন কথাসাহিত্যিক ড. সৈয়দ মনজুরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম ও বিভাগের শিক্ষকরা।

এ সম্পর্কিত আরও খবর