ইবির প্রতিটি বিভাগ হবে গবেষণার দুর্গ: উপাচার্য

বিবিধ, ক্যাম্পাস

ইবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-23 03:14:11

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেছেন, ইসলামী বিশ্বদ্যিালয়ের প্রতিটি বিভাগ গবেষণার দুর্গ হিসেবে গড়ে উঠবে। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে চলেছি। এজন্য নতুন নতুন বিষয়ের ওপর নিয়মিত সেমিনারের আয়োজন করা হচ্ছে।

বুধবার (৩১ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘ওয়ার্কসপ অন রির্সাস মেথোডলজি অ্যান্ড কনডাক্টিং ই-রিসার্স’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, শিক্ষকদের প্রচুর পরিমাণে লেখাপড়া করতে হবে। শিক্ষকদের গতানুগতিক পাঠদান করলেই চলবে না। পাঠদানের পাশাপাশি সংশ্লিষ্ট বিষয় নিয়ে নতুন কিছু বলতে হবে, যা ছাত্র-ছাত্রীদের নতুন কিছু বলা ও চিন্তাকে উৎসাহিত করে।

দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রভাষক এবং সহকারী অধ্যাপক পর্যায়ের প্রায় ৫০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. কে এম আব্দুস ছোবহানের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবির উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অ্যধাপক ড. কাজী আকতার হোসেন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর