জাবি শিক্ষার্থী উ খেইন নু রাখাইনের মৃত্যুতে শোক র‍্যালি

, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 23:18:58

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের শিক্ষার্থী (৪৮তম ব্যাচ) উ খেইন নু রাখাইনের মৃত্যুতে শোক সভা ও র‍্যালির আয়োজন করেছে ফার্মেসি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩০ জুলাই) ১২টার দিকে ফার্মেসি বিভাগ থেকে একটা শোক র‍্যালি বের হয়। এরপর জোবায়ের সরণি হয়ে শহীদ মিনারে তাৎক্ষণিক শোক সভা শেষে নতুন কলা অনুষদ হয়ে শুরুর স্থলে গিয়ে র‍্যালি শেষ হয়।

উ খেইন নু রাখাইনের স্মৃতিকে স্মরণ করে ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক পীযূষ সাহা বলেন, 'উ খেইন রাখাইনের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা চাই না, আর কোনো প্রাণ এভাবে অকালে ঝরে যাক। তার মৃত্যু হয়েছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে। এইজন্য আমরা বিভাগের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে কিছু পদক্ষেপ হাতে নিয়েছি। এর মধ্যে আগামীকাল ফার্মেসি ভবনের আশেপাশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করব।'

শোক সভা ও র‍্যালিতে ফার্মেসি বিভাগের শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের শিক্ষার্থী উ খেইন নু রাখাইন মৃত্যুবরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম শহরে নেওয়ার পথে তার মৃত্যু হয়। উ খেইন নু’র বাবা মংবা অং মংবার দাবি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় সে।

এ সম্পর্কিত আরও খবর