বন্যার্তদের মাঝে রাবি শিক্ষার্থীদের ত্রাণ বিতরণ

বিবিধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 17:15:52

দেশের উত্তরাঞ্চলের বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। ফলে বিশুদ্ধ পানি ও খাবার সংকট দেখা দিয়েছে বন্যাকবলিত এলাকাগুলোতে।

তাই বন্যার্তদের পাশে দাঁড়াতে নাটোরের সিংড়া থানার কোতোয়া বাড়ি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থী। শনিবার (২৭ জুলাই) সকাল ১০টায় ওই এলাকার প্রায় ২৫০টি পরিবারের মাঝে শুকনো খাবার ও ওষুধ বিতরণ করেন তারা।

উদ্যোক্তাদের একজন অনিক মাহমুদ বনি। তিনি বলেন, ‘বন্যার্তদের দুর্ভোগের বিষয়টি উপলব্ধি করে গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়সহ রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে প্রায় ৫০ হাজার টাকা উত্তোলন করি। পরে সেই টাকা দিয়ে গুড়, চিড়া, স্যালাইন ও ওষুধ কিনে নাটোরের সিংড়া থানার কোতোয়াবাড়ির এলাকার প্রায় ২৫০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করি।’

ত্রাণ বিতরণকালে নাটোরের সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌসসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর