ঢাবিতে পাল্টাপাল্টি অবস্থানে ছাত্রলীগ-আন্দোলনকারীরা

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 01:15:06

সাত কলেজের অধিভুক্তি বাতিলের আন্দোলনে পাল্টাপাল্টি অবস্থানে নিয়েছে ছাত্রলীগ-আন্দোলনকারী শিক্ষার্থীরা। ছাত্রলীগের দাবি আগস্টের প্রথম সপ্তাহে এ সমস্যার স্থায়ী সমাধান হবে। সে পর্যন্ত আন্দোলন স্থগিত রাখতে হবে। শিক্ষার পরিবেশ বিনষ্ঠ হলে দাঁতভাঙা জবাব দেওয়ার কথা বলেছেন তারা।

অপরদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এ অবস্থায় ক্যাস্পাসে বিরাজ করছে উত্তেজনা। যেকোনো মুহূর্তে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

মঙ্গলবার (২৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সাত কলেজ সংকটের স্থায়ী সমাধান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সচল রাখার দাবিতে সমাবেশ ও উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে ছাত্রলীগ নেতারা।

সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, যেখানে ডাকসু আছে, সেখানে শিক্ষার্থীদের দাবি-দাওয়া ডাকসু নেতৃবৃন্দ দেখবেন। আন্দোলনের নামে যারা আমাদের মাতৃসম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘ্নিত করছে, ক্যাম্পাসকে অস্থিতিশীল করছে, তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। ছাত্রলীগ এ ধরনের কোনো চক্রান্ত মেনে নিবে না।

সমাবেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, সাত কলেজের নিয়ে যে সংকট সৃষ্টি হয়েছে, তা সমাধান করতে আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলছি। প্রধানমন্ত্রী ও আমাদের ভিসি স্যার দেশের বাইরে আছেন। তাঁরা দেশে ফিরলে আগামী আগস্টের প্রথম সপ্তাহে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

এ দিকে ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের উপর হামলার প্রতিক্রিয়ায় আন্দোলনকারী শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আন্দোলনে ডাকসু ভিপি নুরুল হক নুরও সমর্থন দেন।

এ সম্পর্কিত আরও খবর