মার খাইতে অভ্যস্ত, প্রয়োজনে জীবন দেব: ভিপি নুর

, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 16:08:22

'মার খাইতে অভ্যস্ত, প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জীবন দেব'-ছাত্রলীগ কর্মীদের হেনস্থা এবং ধমকের প্রতিবাদে এ মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর।

মঙ্গলবার (২৩ জুলাই) ডাকসুর সমাজ সেবা সম্পাদক আকতার হোসেনের উপর ছাত্রলীগের হামলার অভিযোগ ওঠে। এ হামলার প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল করে ভিপি নুর। মিছিলের পর অপরাজেয় বাংলার পাদদেশে কথা বলার প্রস্তুতি নিচ্ছেন নুরসহ অন্যান্য নেতাকর্মীরা। এমন সময় ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ বেশ কয়েকজন নুরের সঙ্গে সেখানে এসে কথা বলতে যান। ডাকসুর জিএস-এর সঙ্গে কথা চলাকালীন সময়ে ছাত্রলীগের বিক্ষুব্ধ কিছু নেতা কর্মী 'নুর তুই পল্টিবাজ', বেয়াদব- এমন স্লোগান দিয়ে হেনস্থা করেন। 

এক পর্যায়ে মেজাজ হারিয়ে ভিপি নুর বলেন, 'এখানে ডাকসুর  ভিপি, জিএস আছেন না, তারা কথা বলতেছে না? তাহলে তোমাদের সমস্যা কি? মারবে নাকি! মার খাইতে অভ্যস্ত আছি। প্রয়োজনে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জীবন দেব।'

তার এ বক্তব্য শুনে ছাত্রলীগ কর্মীরা হাসতে থাকেন। পরে রাব্বানী তাদের থামাতে সচেষ্ট হোন এবং এক পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ছাত্রলীগ নেতাকর্মীরা চলে যাওয়ার নুর সাংবাদিকদের বলেন, আপনারা দেখেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা ডাকসুর ভিপি-জিএস‘র সামনে কেমন কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। এ বিষয়ে অথর্ব প্রশাসনকে বারবার বলেও কোনো প্রতিকার পাইনি। প্রশাসন তাদের লেলিয়ে দিয়ে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে।

এ সম্পর্কিত আরও খবর