জাবির অপরিকল্পিত উন্নয়ন কাজ বন্ধের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-22 15:20:01

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের কাজকে অপরিকল্পিত, অস্বচ্ছ, স্বেচ্ছাচারিতামূলক আখ্যা দিয়ে তা বন্ধের দাবিতে মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ।

মঙ্গলবার (২৩ জুলাই) বেলা ১২টায় উন্নয়ন কাজ বন্ধের দাবিতে মিছিল করে শিক্ষক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের টারজান চত্বর থেকে মিছিল শুরু হয়ে সমাজ বিজ্ঞান, অমর একুশ, শহীদ মিনার, প্রশাসনিক ভবন ও বটতলা হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে যেয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার বলেন, ‘অনেকে কৌশলে আমাদেরকে উন্নয়ন বিরোধী হিসেবে উপস্থাপন করতে চাচ্ছে। কিন্তু স্পষ্ট করে বলতে চাই, আমরা হল নির্মাণে কাউকে বাঁধা দিচ্ছি না। হল নির্মাণ হোক কিন্তু সেটা পরিকল্পিতভাবে।’

অধ্যাপক মানস চৌধুরী বলেন, ‘এই কাজ চলছে এক হাজার ৪০০ কোটি টাকার ম্যাজিকে। এর সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রতি কোনো দায়বদ্ধতা ও কর্তব্যনিষ্ঠার সম্পর্ক নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রকৃতি ধ্বংস করার প্রসঙ্গটা গত ২০ বছর থেকে চলে আসছে। ৬০০ একরের ক্যাম্পাসে এভাবে এক জায়গায় কেন এতগুলো হল তৈরি করা হচ্ছে? এই মাস্টারপ্ল্যান টাকা খাওয়ার পরিকল্পনা ছাড়া আর কিছুই নয়।’

এদিকে উন্নয়ন কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম সাংবাদিকদের বলেন, ‘প্রাকৃতিক পরিবেশের কথা বিবেচনা করেই মহাপরিকল্পনা করা হয়েছে। হয় উন্নয়ন কাজ চলমান রাখব, অথবা চেয়ার ছেড়ে দিয়ে চলে যাব।’

এর আগে গত ৩০ জুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্পের প্রথম ধাপের কাজের জন্য পাঁচটি হল নির্মাণের কাজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

এরপর উন্নয়ন কাজকে অপরিকল্পিত আখ্যা দিয়ে আন্দোলনে নামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীরা। পরবর্তীতে তাদের সঙ্গে সংহতি জানায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখা ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। পরে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে অপরিকল্পিত হল নির্মাণের প্রতিবাদে আন্দোলন নামেন শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ।

এ সম্পর্কিত আরও খবর