টানা তৃতীয় দিনেও ঢাবিতে ঝুলছে তালা, বন্ধ কার্যক্রম

, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 01:41:53

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও গুরুত্বপূর্ণ ভবনে তালা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে প্রায় বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম। গত দুদিনও বিশ্ববিদ্যালয়ের বেশকিছু ভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ জুলাই) ভোরের দিকে শিক্ষার্থীরা তালা লাগিয়ে দেয় সব ধরনের গুরুত্বপূর্ণ ভবনে।

সরেজমিন গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ, কলা ভবন, ব্যবসা শিক্ষা অনুষদ, রেজিস্ট্রার বিল্ডিংয়ের গেইট, আইইআর ভবনের গেইট, গণিত ভবন, মোতাহের হোসেন ভবন সহ সব জায়গায় শিক্ষার্থীরা তালা লাগিয়ে দেয়।

আন্দোলনকারীরা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে এ কাজ করেছে। তাদের একটাই দাবি, অধিভুক্তি বাতিল না করলে আন্দোলন চলমান থাকবে।

এদিকে রেজিস্ট্রার বিল্ডিং বন্ধ থাকায় বিপাকে পড়েছেন অনেক শিক্ষার্থী ও কর্মচারীরা। বিভিন্ন কাজে এসে আন্দোলনকারীদের বাধায় আবার ফিরে যাচ্ছেন। বিগত দুদিনের চেয়ে আন্দোলনকারীদের উপস্থিতি বেশি দেখা গেছে। তারা ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ মিছিল করছে এবং বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে ক্যাম্পাসকে মুখরিত রেখেছে।

আন্দোলনে অংশগ্রহণকারী তানভীর হাসান বলেন, 'উপাচার্যের মৌখিক কোনো ধরনের আশ্বাসে আমরা আন্দোলন থেকে সরে যাব না। লিখিত আকারে অধিভুক্তি বাতিলের প্রজ্ঞাপন দিতে হবে। নচেৎ আন্দোলন চলমান থাকবে। প্রশাসন যেমন আশ্বাসই দিক না কেন আমরা আন্দোলন চালিয়ে যাব।'

এদিকে আন্দোলনকারীদের অভিযোগ, হলের আবাসিক শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম। তাদেরকে ছাত্রলীগ বিভিন্নভাবে বাধা প্রদান করেছে।

এ সম্পর্কিত আরও খবর