ঢাবিতে মেট্রো-স্টেশনকে ‘না’ বলে শিক্ষার্থীদের মানববন্ধন

, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 21:44:43

ঢাবি ক্যাম্পাসে মেট্রোরেল স্টেশন না বসানোর দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২২ জুলাই) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

এ সময় শিক্ষার্থীরা দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি আমাদের প্রাণের একটি অংশ। মেট্রোরেলের কারণে টিএসসির দেওয়াল ভাঙা হচ্ছে যা কখনো আমরা মেনে নিতে পারিনা।

শিক্ষার্থীরা বলেন, ঢাবি ক্যাস্পাসকে আমরা মাছের বাজারে পরিণত হতে দিত পারি না। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে মেট্রোরেল স্টেশনকে বাধা প্রদান করব।

এ সময় সমাজকল্যাণ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তুহিন খান বলেন, বহিরাগতদের আনাগোনায় অতিষ্ঠ আমরা। দেশের এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যেটা ঢাবির মত জনাকীর্ণ। মেট্রোরেল হলে ঢাবি তার স্বাভাবিক পরিবেশ হারাবে। পরিণত হবে বাজারে।

আরেক শিক্ষার্থী অর্নি বলেন, আমাদের বুকের উপর দিয়ে মেট্রোরেলের লাইন যাচ্ছে। এটা উন্নয়ন সেটা আমরা জানি। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ নষ্ট করে এমন উন্নয়ন আমরা চাই না। যেহেতু শাহবাগে স্টেশন রয়েছে তাই টিএসসিতে স্টেশন দিতে হবে কেন?

উল্লেখ্য,মেট্রোরেল প্রকল্পের অংশ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি স্টেশন হওয়ার কথা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর