সার্টিফিকেটে আলাদা রঙে বোল্ড থাকবে সাত কলেজের নাম

, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 09:54:34

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের সার্টিফিকেট এবং ঢাবির সার্টিফিকেট অভিন্ন। এটাকে আরও বেশি পরিষ্কার এবং আলাদা করার জন্য এখন থেকে কলেজের নাম বোল্ড ও আলাদা রঙ ব্যবহারের করা হবে বলে জানিয়েছেন সাত কলেজের সমন্বয়ক ও ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবায়াতুল ইসলাম।

রোববার (২১ জুলাই) ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের ডিনদের সঙ্গে সাত কলেজ ইস্যুতে উদ্ভূত সমস্যা নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

শিবলী রুবায়তুল ইসলাম বলেন, 'আমাদের শিক্ষার্থীরা মনে করেন, সাত কলেজের সঙ্গে আমাদের সার্টিফিকেট অভিন্ন নয় বরং হুবহু। সেটা মাথায় রেখে আমাদের ডাকসু ভিপি নুরুল হক নুর প্রস্তাবনা রেখেছে, কলেজের নাম বোল্ড অথবা আলাদা রং ব্যবহার করার জন্য। আমরা সে উদ্যোগ নিচ্ছি।'

তিনি বলেন, 'তথ্যগত কিছু বিভ্রান্তিতে আমাদের শিক্ষার্থীরা আছেন। শুধু আমাদের শিক্ষকরা তাদের খাতা দেখেন না, মাত্র দশ ভাগ আমাদের শিক্ষক আর বাকি নব্বই ভাগ তাদের কলেজের শিক্ষকরায় দেখেন। তাদের ভাইভা এবং ভর্তি কার্যক্রমও তাদের স্ব-স্ব কলেজে দেওয়া হবে। সমাবর্তনের বিষয়টাও স্ব-স্ব কলেজেই হচ্ছে।'

তিনি আরও বলেন, 'আমরা আইটি সেক্টর গঠন করেছি যাতে সবকিছু আইটির মাধ্যমে সম্পাদন করা যায়। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে এটা কোনোভাবেই আমরা হতে দেব না।'

এ সম্পর্কিত আরও খবর