দাবি আদায় না হলে লাগাতার কর্মসূচির ঘোষণা ঢাবি শিক্ষার্থীদের

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 02:24:14

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সরকারি সাত কলেজের অধিভুক্ত বাতিল করা না হলে শাহবাগমোড় অবরোধসহ লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) আন্দোলনের মুখপাত্র ঢাবির ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাকিল আহমেদ বলেন, ‘আমরা কয়েকদিন যাবত আন্দোলন করে আসলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন বিন্দুমাত্র পদক্ষেপ নেয়নি। আমরা শাহবাগমোড় অবরোধ করার পরও তারা আমাদের কাছে আসেনি।’

আরও পড়ুন: শাহবাগে ঢাবি শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজটের সৃষ্টি

এ সময় লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘যদি আমাদের দাবি মানা না হয়, তাহলে আমরা লাগাতার কর্মসূচি পালন করব। লাগাতার কর্মসূচির মধ্যে থাকবে শাহবাগমোড় অবরোধ, ভিসি কার্যালয় ঘেরাও, ক্লাস পরীক্ষা বর্জন এবং বিক্ষোভ মিছিল।’

এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার বেলা ১১টায় আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজুভাস্কর্যে জড়ো হয়। এরপর তারা সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগমোড়ে দুপুর পৌনে ১টা পর্যন্ত অবস্থান করে।

আন্দোলনকারীদের দাবিগুলো হলো- সাত কলেজের অধিভুক্তি বাতিল, দুই মাসের মধ্যে সব ধরনের অ্যাকাডেমিক ফলাফল ঘোষণা, সকল কার্যক্রম অটোমেশনের আওতায় এবং ক্যাম্পাসে রিকশা ভাড়া নির্ধারণ।

এ সম্পর্কিত আরও খবর