রাবির বড়কুঠি হস্তান্তরের বিরুদ্ধে প্রতিবাদ

, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 13:13:41

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথম প্রশাসনিক ভবন বড়কুঠি সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা।

বুধবার (১৭ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, 'একমাত্র উন্মাদ মাতালরাই পারে তাদের চৌদ্দপুরুষের ভিটামাটি বিক্রি করতে। বিশ্ববিদ্যালয়ের মালিকানাধীন কোনো ঐতিহ্য সংস্কৃতি মন্ত্রণালয়ের নিজস্ব অর্থায়নে ঐ বিশ্ববিদ্যালয়ের মালিকানায় রেখে সেটি মেরামত করতে পারে কিন্তু সেটি হস্তান্তর করতে পারে না। বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান। এতে কোনো সরকারের বা কোনো মন্ত্রী আমলাদের হস্তক্ষেপ চলবে না। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সিদ্ধান্তটি অচিরেই প্রত্যাহার করবেন।'

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্যকে সংরক্ষণ করতে যৌক্তিক ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে সংঘঠনটির সাধারণ সম্পাদক মোহাব্বত হোসেন মিলনের সঞ্চালনায় বক্তব্য দেন, সভাপতি রাশেদ রিমন ও সাংগঠনিক সম্পাদক ইসরাফিল আলম।

উল্লেখ্য, গত বছরের জুন মাসে বড়কুঠিকে সংরক্ষিত প্রত্ন সম্পদ হিসেবে ঘোষণা করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। পরে এই ঘোষণা প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হয়। এরপর এ বছরের ১৪ মে রাবি প্রশাসনকে অবহিত করে চিঠি দেয় সংস্কৃতি মন্ত্রণালয়। পরে ২৯ জুন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ৪৯১ তম সিন্ডিকেট সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে বড়কুঠি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর