রূপালী ব্যাংক ডাকাতি চেষ্টার ঘটনায় মামলা

, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 05:09:35

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) বিকেলে নগরীর মতিহার থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ব্যাংকের শাখা ব্যবস্থাপক সোয়াইবুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মতিহার থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর আব্দুর রহমান বার্তাটোয়েন্টিফোর.কম-কে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, 'রূপালী ব্যাংকের রুয়েট শাখায় ডাকাতির চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ডাকাতি ও হত্যা চেষ্টার অভিযোগ এনে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।'

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে রুয়েট ক্যাম্পাসে অবস্থিত রূপালী ব্যাংকের এই শাখার তালা কেটে ভেতরে মুখোশ পরে প্রবেশ করে দুর্বৃত্তরা। প্রথমে ব্যাংকের সিসি ক্যামেরা ভাঙে তারা। এরপর লিটন নামে এক প্রহরীর গলা কেটে গুরুতর আহত করে।

ব্যাংকের ভল্ট ঘেঁষে দেয়াল ভাঙার চেষ্টা করে। তবে ব্যাংকের টাকা লুট করতে পারেনি। পরে মুমূর্ষু অবস্থায় আহত লিটনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এ সম্পর্কিত আরও খবর