হলের আসন সমস্যা সমাধানের দাবিতে জাবিতে মানববন্ধন

, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 13:56:35

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হলের আসন সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন করেছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, বারবার আশ্বাস দেওয়ার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আসন সমস্যার জন্য কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না।

মঙ্গলবার (৯ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আইন ও বিচার বিভাগের দ্বিতীয় বর্ষের ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেচ্ছা মুজিব হলের শিক্ষার্থী আফসিন সুলতানা এ্যামি বলেন, 'বারবার মিথ্যা আশ্বাস দেওয়ার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আসন সমস্যার সমাধান করছে না। প্রাধ্যক্ষ ও উপাচার্য বরাবর আবেদন করেছি তারপরও এ ব্যাপারে দৃশ্যমান কোন উদ্যোগ আমরা দেখছি না। আসন সমস্যা থাকার পরেও ৬২৮ আসনের বিপরীতে ৯৯০ জনকে বরাদ্দ দিয়ে সমস্যাকে প্রকট করে তোলা হয়েছে।'

মানববন্ধনে আসন সমস্যার জন্য লিখিত আশ্বাসের দাবি তোলেন শিক্ষার্থীরা। পরবর্তীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মুজিবুর রহমান শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য লিখিত আশ্বাস দিলে মানববন্ধন তুলে নেন তারা।

এ বিষয়ে প্রাধ্যক্ষ অধ্যাপক মুজিবুর রহমান বলেন, 'শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে। আমরা শীঘ্রই সমস্যা সমাধানের চেষ্টা করব। তাছাড়া হল এলটের সময় আমি প্রাধ্যক্ষের দায়িত্বে ছিলাম না। তবে সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের সব হলে আবাসন সমস্যা রয়েছে। আমরা আশা করছি দ্রুত সমাধান হবে।'

এ সম্পর্কিত আরও খবর