ঢাবির গণতন্ত্র তোরণে ৭ কলেজের শিক্ষার্থীদের অবস্থান

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 06:15:23

পাঁচ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রবেশ মুখ মুক্তি ও গণতন্ত্র তোরণে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন সরকারি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে সোমবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে প্রায় দুই ঘণ্টা মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে বিক্ষোভ করেন তারা।

এ সময় তারা 'কিস্তি নয়, স্বস্তি চাই, একবারে রেজাল্ট চাই', ‘তিন মাসে রেজাল্ট চাই, নয় মাসে চাই না’সহ বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানকে নিজেদের দাবি সম্বলিত স্মারকলিপি দেন। পরে উপাচার্যের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করেন।

ঢাবির গণতন্ত্র তোরণের সামনে বিক্ষোভ করেন ৭ কলেজের শিক্ষার্থীরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

 

উল্লেখ্য, ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ। সেশনজট দূরসহ বেশকিছু দাবিতে এরপর থেকেই কয়েক দফা আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

এ সম্পর্কিত আরও খবর