ঢাবির লাইব্রেরির প্রবেশ পথ প্রসারের দাবি শিক্ষার্থীদের

, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 08:30:22

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে ঢোকা এবং বের হওয়ার জন্য এক্সটেন্ডেড পথ চান শিক্ষার্থীরা।

তাদের দাবি, যেকোনো সময় দুর্ঘটনা ঘটতেই পারে। তাই দুর্ঘটনা থেকে নিরাপদ স্থানে আসতে হলে বর্তমানের যে প্রবেশপথ তা দিয়ে নিরাপদে সরে আসা সম্ভব না। বরং এতে বিপুল পরিমাণ প্রাণনাশের সম্ভাবনা থেকে যায়।

রোববার (৭ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেনি।

শিক্ষার্থীরা বলছেন, অগ্নিকাণ্ডের কথা শুনে আমরা বের হয়ে আসতে চাইলেও সংকীর্ণ পথ আমাদের আটকে দেয়। যদি বড় ধরনের কিছু ঘটতো তাহলে আল্লাহই ভালো জানেন কি হতো আমাদের।

বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মনিরুজ্জামান মিন্টু বলেন, ‘আমি প্রতিদিনই লাইব্রেরিতে পড়তে যাই। কিন্তু আজকে যে অগ্নিকাণ্ড ঘটেছে, এতে আমি খুব ভয় পেয়ে গেলাম। যখন সবাই বের হওয়ার জন্য চেষ্টা করছে। তখন বহির্গমনমুখে ব্যাপক গোলযোগের সৃষ্টি হয়। পথ সংকীর্ণ হওয়ায় অনেকটা আটকা পড়ি আমরা। বড় দুর্ঘটনা হলে কপালে খারাপ কিছু ছিল। দ্রুত এক্সটেন্ডেড পথ তৈরি করতে হবে কর্তৃপক্ষকে।’

তৃতীয় বর্ষের আরবি বিভাগের শিক্ষার্থী ইব্রাহীম নাফিস বলেন, ‘সর্বত্রই প্রায়ই অগ্নিকাণ্ড ঘটছে। আমাদের এখানে ঘটবে না, তারতো কোনো নিশ্চয়তা নেই। কোনো দুর্ঘটনায় শিক্ষার্থীরা নিজেদের বাঁচাতে চাইলেও সংকীর্ণ পথ বাধা সৃষ্টি করবে। তাই এক্সটেন্ডেড পথের দাবি জানাচ্ছি।’

এ ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে লাইব্রেরির দায়িত্বে থাকা ড এস এম জাবেদ আহমেদ বার্তা২৪.কমকে বলেন, ‘এগুলোতো আমার একার পক্ষে সম্ভব না। কর্তৃপক্ষ চাইলেই করতে পারে।’

এ সম্পর্কিত আরও খবর