সরকার চাপের মধ্যে আছে: আনু মুহাম্মদ

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 10:08:54

তেল গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘বাংলাদেশের সরকার অনেকগুলো চাপের মধ্যে আছে। এর মধ্যে প্রথম চাপ হলো বাংলাদেশের মধ্যে যতগুলো রাস্তা-ঘাট, সেতু আছে এগুলো তৈরি করতে খরচ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশে।’

রোববার (৩০ জুন) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগ আয়োজিত ২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেট সম্পর্কিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আনু মুহাম্মদ বলেন, ‘স্বল্প আয়ের একটি দেশের এত ব্যয়বহুল প্রকল্প সরকার চালাতে পারে না। ফলে সেই খরচ চালানোর জন্য অর্থমন্ত্রণালয়ের উপর দ্বায়িত্ব পড়ে টাকা উত্তোলনের। আর এই টাকা তোলার জন্য তো সবার কাছ থেকে নিতে পারে না, যারা এসব প্রকল্প থেকে ঘুষ, দুর্নীতি করে লাভবান হচ্ছে তারা তো আর টাকা দিবে না। ফলে টাকা নিতে হয় যাদের টাকা কম তাদের থেকে। এদিকে এসব প্রকল্পে জনকল্যাণের চেয়ে সরকার বিজ্ঞাপনের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে ১৯৭২ সাল থেকে এ পর্যন্ত কোনো বছরে আগের বছরের চেয়ে বাজেট কমেনি, বরং বেড়েছে। কিন্তু প্রতি বছর বাজেট বাড়লেও জনগণের সক্ষমতা বাড়ছে না। বাজেটের জন্য খাত অনুযায়ী যথাযথ তথ্য, দক্ষ জনশক্তি, কৃষক, শ্রমিক, শিক্ষার্থীসহ বিভিন্ন গোষ্ঠীর সাথে যোগাযোগ না থাকায় বাজেট ফলপ্রসু হচ্ছে না।’


তেল গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটির এ সদস্য সচিব বলেন, ‘দেশে শিক্ষা ও প্রযুক্তির জন্য বিরাট অঙ্কের অর্থ বরাদ্দ করা হলেও শিক্ষার জন্য পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়নি। বরং শিক্ষা ও গবেষণার জন্য বরাদ্দ খুবই কম।’

ঋণ খেলাপিদের দমন করে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার উপযুক্ত বাজেট প্রণয়নের জন্য সরকারকে অনুরোধ করেন আনু মুহাম্মদ। এছাড়া দেশের আবহাওয়া বিবেচনায় জানুয়ারি কিংবা বৈশাখ মাসে জাতীয় বাজেট প্রণয়নের প্রস্তাব করেন তিনি।

আলোচনা সভায় বিশেষ আলোচক হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল মজিদ বলেন, ‘ভ্যাট-ট্যাক্সের আওতা বাড়লেও মোট রাজস্ব আয় বাড়ছে না। কর ফাঁকি দেওয়ার পরিমাণ বেড়েই চলছে।’

সিপিডির গবেষক তৌফিকুল ইসলাম খাঁন বলেন, ‘আমাদের বাজেট বাড়লেও উন্নয়ন সব জায়গায় পৌঁছায়নি। দিন দিন বৈষম্য বাড়ছে। প্রবৃদ্ধি বাড়লেও বাড়ছে না কর্মসংস্থান।’

আলোচনাসভায় ২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহিন, নাজিয়া তাসনিম দিপ্তী, সুহৃদ ও ইশাদি।

মালা রানী দাসের সঞ্চালনায় এবং অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক মো. শওকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- অর্থনীতি বিভাগের অধ্যাপক আমজাদ হোসেন, সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক আয়েশা সিদ্দিকা, সহকারী অধ্যাপক এ এইচ এম শহীদ শামি, প্রভাষক নুসরাত আফরোজ তানিয়া, মালা রানী দাস, আদনান আল নাহিয়ান, রনি হোসাইন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর