প্রশ্নফাঁসকারীদের গ্রেফতার করে ঢাবিকে কলঙ্কমুক্ত করার দাবি

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্ত২৪.কম | 2023-08-25 11:53:25

বিভিন্ন সময় প্রশ্নফাঁসকারী শিক্ষার্থীদের দ্রুত গ্রেফতার করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কমুক্ত করার দাবি জানিয়েছেন ডাকসু ও সিনেট সদস্য তিলোত্তমা সিকদার।

বৃহস্পতিবার (২৭ জুন) ঢাবির নওয়াব নবাব আলী চৌধুরী সিনেট ভবনে বার্ষিক বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে ছাত্র প্রতিনিধির বক্তব্যকালে তিনি এই দাবি জানান।

তিলোত্তমা বলেন, ‘২০১৮ সালে ঘ ইউনিটের প্রশ্নফাঁস এবং বাংলাদেশ ছাত্রলীগের জোর দাবির পরিপ্রেক্ষিতে পুনরায় পরীক্ষা নেওয়াকে আমরা বিশ্ববিদ্যালয়ের একটি সফলতা হিসেবেই দেখছি। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশানকে ধন্যবাদ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি প্রশ্নফাঁসকারী ও চক্রের ১২৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি হয়েছে। কিন্তু আমরা এখনো কোনো দৃশ্যমান সফলতা দেখছি না। তাই এই সিনেট অধিবেশন থেকে আমি বলব, তাদের দ্রুত গ্রেফতার করে ঢাবিকে কলঙ্কমুক্ত করুন।’

এ সম্পর্কিত আরও খবর