জাকসু নির্বাচনী সভায় তোপের মুখে জাবি প্রশাসন

, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 04:25:43

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন না দেয়ার জন্য ছাত্রদের তোপের মুখে পড়েছে জাবি প্রশাসন। নির্বাচন আয়োজনের লক্ষ্যে ক্যাম্পাসের ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীদের সঙ্গে বৃহস্পতিবার (২৭ জুন) এক মতবিনিময় সভায় ছাত্রনেতাদের তোপের মুখে উত্তপ্ত হয়ে উঠে সিনেট হলরুম।

সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন, উপউপাচার্য অধ্যাপক নূরুল আলম, কোষাধ্যক্ষ শেখ মো. মনজুরুল হক, হল প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক সোহেল আহমেদ, আইন অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান প্রমুখ।

অন্যদিকে মতবিনিময় সভায় ছাত্র সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ছাড়া অন্য কোনো রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন না।

সভায় ছাত্রনেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রশ্ন তোলেন কেন তড়িঘড়ি করে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এছাড়া সিনেট অধিবেশনকে কেন্দ্র করে জাকসু নিয়ে মতবিনিময় সভা আয়োজনের পিছনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ‘কুমতলব’ ও জাকসু নির্বাচনের অনীহার কথা তুলে ধরে ছাত্রনেতারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর তাদের হীন স্বার্থ বাস্তবায়ন করার লক্ষ্যে ছাত্রদেরকে ব্যবহার করে আসছে। তারেই ফলশ্রুতিতে আগামীকালের সিনেট অধিবেশনে সিনেটরদের তোপ থেকে বাঁচার জন্যই আজকে এ সভার আয়োজন করা হয়েছে।

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান বলেন, ‘আগামীকালের সিনেট অধিবেশনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রসংগঠনগুলো আন্দোলনে যেতে পারে সেই আশঙ্কা থেকে আজ তড়িঘড়ি করে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলেই জাকসু চায় তবে আজকেই তারিখ ঘোষণা করুক। শিক্ষার্থীদের অধিকার জাকসু কিন্তু বরাবর আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সবক্ষেত্রে শিক্ষার্থীদের অধিকারের বেলায় শুভঙ্করের ফাঁকি আমরা লক্ষ্য করি। লক্ষ্য করছি আজকে এত গুরুত্বপূর্ণ মিটিং কিন্তু সেখানে বিশ্ববিদ্যালয় সব সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত নেই।’

বিলম্বে জাকসু আয়োজনে ছাত্রলীগের সহায়তা বিশ্ববিদ্যালয় প্রশাসন পাবেনা এ হুঁশিয়ারি প্রদান করে শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, ‘জাকসু নির্বাচন যদি আগামী ফেব্রুয়ারিতে হয় তবে পরবর্তী কোনো মিটিংয়ে ছাত্রলীগ থাকবে না। আমরা চাই, এখনি আপনারা জাকসুর তারিখ ঘোষণা করা হোক।  আমরা মনে করছি আগামীকালের সিনেট অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ছাত্রনেতাদের ডেকে ঠান্ডা করার চেষ্টা করছেন। ছাত্রনেতাদের ছাড়া সিনেট অধিবেশন করার ফলে ছাত্রদের অধিকার ক্ষুণ্ন হচ্ছে।’

তবে তড়িঘড়ি করে মতবিনিময় সভা আয়োজন ও সকল ছাত্রনেতা উপস্থিত থাকতে না পারার ব্যাপারে বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘আজকের সভাটা জরুরি এবং প্রাথমিক। আমরা সকল ছাত্রনেতাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তবে সবার কাছে পৌঁছাতে পারিনি। এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আগামী সকল সভা সব ছাত্রনেতাদেরকে নিয়ে করতে পারব বলে আশা করছি।’

উপউপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, ‘দীর্ঘ ২৭ বছর জাকসু নির্বাচন বন্ধ রয়েছে ফলে নতুন করে জাকসুর আয়োজন করতে হলে আমাদের সকল কিছু সংস্কার করতে হবে। গঠনতন্ত্র সংশোধন করতে হবে, বিভিন্ন কমিটি গঠন করতে হবে। এর জন্য সময়ের দরকার। তবে এখন থেকেই কাজ শুরু করে দিয়েছি এবং আগামী ফেব্রুয়ারিতে আমরা জাকসুর আয়োজন করতে পারব।’

এ সম্পর্কিত আরও খবর