রাবি শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিবিধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 01:07:02

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষক অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারীর বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিকভাবে উত্যক্ত করার অভিযোগ করেছে একই ইনস্টিটিউটের এক ছাত্রী। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে ইনস্টিটিউটের পরিচালক বরাবর এ অভিযোগপত্র জমা দেন ভুক্তভোগী শিক্ষার্থী।

লিখিত অভিযোগপত্রে ওই ছাত্রী উল্লেখ করেন, ‘আমি আমার বিভাগের শিক্ষক বিষ্ণু কুমার অধিকারীর দ্বারা বিভিন্নভাবে যৌন হয়রানি ও মানসিকভাবে উত্যক্তের শিকার হই। যার কারণে আমি মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে পড়েছি। আমি পড়াশুনা এবং অন্য কোনো কাজেই মনোযোগ দিতে পারছি না, মেন্টাল ট্রমায় ভুগছি।’

তিনি আরও উল্লেখ করেন, ‘কারণে-অকারণে বিষ্ণু কুমার অধিকারী তার অফিসে আমাকে ডেকে বসিয়ে রাখেন। ফ্রি মাইন্ডের কথা বলে নানা রকম ইঙ্গিতপূর্ণ ও অশালীন কথাবার্তা বলেন। অন্য নারী শিক্ষকদের ব্যক্তিগত বিষয় নিয়ে অশালীন মন্তব্য করেন। এছাড়া তিনি আমাকে প্রায়ই রাত ১১টার পর ফোন করে কথা বলেন।’

এমনকি তিনি আমার কাছে তার এক নারী সহকর্মীর নামে শারীরিক সম্পর্কের বিষয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। এছাড়া ইনস্টিটিউটের একাধিক ছাত্রীর সামনে মেয়েদের 'শরীর সম্বন্ধীয়' ব্যাপারে ইঙ্গিত করে নানা অশালীন কথাবার্তা বলা ও কোর্সের নম্বরের কথা বারবার উল্লেখ করে 'শিক্ষকের ক্ষমতা' দেখাতেন বলেও অভিযোগ পত্রে উল্লেখ করেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারীর ফোনে একাধিকবার কল করে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. আবুল হাসান চৌধুরী বলেন, 'আমরা অভিযোগপত্র পেয়েছি। ইতিমধ্যে ঘটনার সত্যতা যাচাই বাছাইয়ের কাজ শুরু করেছি।'

এ সম্পর্কিত আরও খবর