জাবির সঙ্গে এটুআই’র শিক্ষা সমঝোতা চুক্তি

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 08:57:05

গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি নির্ভর দক্ষ মানবসম্পদ তৈরির উদ্দেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণাকেন্দ্র ও বাংলাদেশ সরকারের অ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই)-এর মধ্যে শিক্ষা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (১৯ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

জাবির পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক ও এটুআইয়ের পক্ষে প্রকল্প পরিচালক মো. মোস্তাফিজুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তির অধীনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তথ্য ও যোগাযোগ জ্ঞান বিকাশের জন্য শিক্ষার্থীদের তিন থেকে ছয় মাসের প্রশিক্ষণ প্রদানসহ নতুন পাঠ্যক্রম প্রণয়ণ করবে, যার মাধ্যমে তারা আধুনিক প্রযুক্তি ভিত্তিক চাকরির ক্ষেত্রগুলোর জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে।

এ সময় ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এ এ মামুনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নুরুল আলম, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার, জীববিজ্ঞান অনুষদের ডিনঅধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি আদুল মান্নান চৌধুরী প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর