রাবিতে ভিপি নুরের হামলাকারীদের শাস্তির দাবি

, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 17:38:10

ছাত্রলীগের হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা।

একইসঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নেতাকর্মীরা। মঙ্গলবার (২৮ মে) দুপুরে সংগঠনটির দফতর সম্পাদক অন্তু বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে নেতাকর্মীরা বলেন, 'গত রোববার কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দানকারী সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বগুড়া শাখা শহরের উডবার্ন সরকারি গ্রন্থাগার মিলনায়তনে ইফতার মাহফিলের আয়োজন করেছিল। এতে যোগ দিতে নুরুল হক নুরসহ সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ রওনা দিলে পথে ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়। ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় নুর, ফারুক ও আদিবসহ আরও বেশ কয়েকজন আহত হন। এর আগেও ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে বাধা দেয় ছাত্রলীগ।'

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'ছাত্র ফেডারেশন মনে করে, নুরদের উপর ছাত্রলীগের দফায় দফায় হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং এ ধরনের হামলা পরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যার মাধ্যমে সারাদেশে ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে। তাই আমরা চাই হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।'

এ সম্পর্কিত আরও খবর