ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 14:57:16

বগুড়ায় ভিপি নুরের ওপর ছাত্রলীগের অতর্কিত হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাস্পাসে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা।

রোববার (২৬ মে) রাত ৮টার দিকে তারা ঢাবির বিভিন্ন স্থানে এ বিক্ষোভ মিছিল করেন।

তাদের দাবি, বগুড়ায় ইফতার মাহফিলে যোগ দিতে গেলে ছাত্রলীগের একদল সন্ত্রাসী নুরের ওপর অতর্কিত হামলা চালায়। এতে নুরসহ অন্তত সাতজন আহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় তাদেরকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হচ্ছে বলেও জানা যায়।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল্লাহ মনু বলেন, ‘বাংলাদেশ থেকে প্রতিহিংসার রাজনীতি দূর করতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ যখন ছাত্র জনতা নিয়ে দেশব্যাপী সাংগঠনিক সফর করার উদ্যোগ নেন এবং বিভিন্ন জেলায় ইফতার করার আয়োজন করেন, ঠিক সে মুহূর্তে ছাত্রলীগ আমাদের নেতাকর্মীদের ইফতার মাহফিলে বাধা দেয় এবং সন্ত্রাসী হামলা চালায়।’

তিনি আরও বলেন, ‘শনিবার ঘটেছে বি-বাড়িয়ায়, আজ বগুড়ায়। আমরা মানবতার রাজনীতি করি এ জন্য আমাদের সেখানে শক্তির অভাব ছিল না। কিন্তু আমরা তাদের পাল্টা আঘাত করিনি। যারা নুরের ওপর হামলা করেছে তাদের সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে।’

উল্লেখ্য, বিকেলে বগুড়া শাখা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের আমন্ত্রণে ইফতার মাহফিলে যোগ দিতে গেলে হামলার শিকার হন নুরসহ আরও কয়েকজন।

সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘আমরা বগুড়ায় ইফতার মাহফিলে যোগ দিতে গেলে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়। গুরুতর আহত আমি, নুরসহ সাতজন।’

আরও পড়ুন: ডাকসুর ভিপি নুরের ওপর হামলা

এ সম্পর্কিত আরও খবর