বেরোবিতে ৩৩ দিনের লম্বা ছুটি

, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-09-01 17:17:40

পবিত্র মাহে রমজান, শবে কদর, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ৩৩ দিনের লম্বা ছুটিতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)।

বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় বার্তা২৪.কমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন বেরোবির তথ্য ও জনসংযোগ দফতরের সেকশন অফিসার আরিফুল ইসলাম।

তিনি জানান, বৃহস্পতিবার থেকে আগামী ১৭ জুন পর্যন্ত মোট ৩৩ দিন বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাস এবং পরীক্ষা বন্ধ থাকবে। এছাড়াও আগামী ১৯ মে থেকে ১৭ জুন পর্যন্ত ২৯ দিন অফিস ছুটি থাকবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের তিন আবাসিক হল আগামী ১ জুন থেক ১৪ জুন পর্যন্ত বন্ধ থাকবে। ক্যাম্পাস বন্ধকালীন সময়ে বহিরাগত কেউ অথবা বহিরাগত কোনো যানবাহন পূর্বানুমতি ব্যাতিত প্রবেশ করতে পারবে না বলেও জানান তিনি।

আরিফুল ইসলাম বলেন, ছুটি শেষে আগামী ১৮ জুন মঙ্গলবার থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা শুরু হবে।

এ সম্পর্কিত আরও খবর