ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফেসবুক লাইভ আড্ডা’

বিবিধ, ক্যাম্পাস

সেন্ট্রাল ডেস্ক | 2023-08-28 09:38:08

ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থী এবং দেশের বিভিন্ন সেক্টরের তারকাদের অংশগ্রহণে শুরু হয়েছে ‘ফেসবুক লাইভ আড্ডা'।

মঙ্গলবার (৭ মে) থেকে কথা-গান-ফান- এই তিনটি বিষয়ে জমে ওঠা ‘ফেসবুক লাইভ আড্ডা’শুরু হয়।

লাইভ আড্ডার প্রথম পর্বের অতিথি ছিলেন, ইস্টার্ন ইউনিভার্সিটির পাবলিক রিলেশন্স বিভাগের পরিচালক এবং নকশীকাঁথা ব্যান্ডের ভোকাল সাজেদ ফাতেমী, একই ইউনিভার্সিটির ক্যারিয়ার সার্ভিস অ্যান্ড ইন্টারন্যাশনাল অফিসের পরিচালক সালমান হায়দার এবং সংগীত শিল্পী অংকন।

অনুষ্ঠানে অতিথিরা গানের ফাঁকে ফাঁকে তরুণদের নানা সংকট এবং সেই সংকট কাটিয়ে ওঠার জন্য দিক-নির্দেশনামূলক কিছু কথা বলেন। সেই সঙ্গে প্রতিটি তরুণকে সম্ভাবনাময় করে তুলতে করণীয়গুলো খুঁজে বের করার তাগিদ দেন। অনুষ্ঠানে সাজেদ ফাতেমী তিনটি ও অংকন তিনটি গান শোনান এবং সালমান হায়দার একটি আবৃত্তি করেন। লাইভ আড্ডা সঞ্চালনা করেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স বিভাগের সহকারী পরিচালক সোহেল রানা। 

ইউনিভার্সিটির শিক্ষক লাউঞ্জে প্রতি মঙ্গলবার বেলা ১১টায় এই আড্ডার আসর বসবে বলে ভার্সিটি কর্তৃপক্ষ জানায়।

ফেসবুক লাইভ আড্ডার প্রতি পর্বে ইস্টার্ন ইউনিভার্সিটির একজন অপেক্ষাকৃত তরুণ শিক্ষক-শিক্ষিকা বা কর্মকর্তা এবং একজন সংস্কৃতিকর্মী উপস্থিত থাকবেন।

এ সম্পর্কিত আরও খবর