ছাত্র সংগঠনগুলোর সঙ্গে শেষ হলো রাকসু সংলাপ

, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 20:34:21

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে শুরু হওয়া সংলাপ শেষ হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরে রিপোর্টারস ইউনিটি ও সাহিত্য বিষয়ক ছোট কাগজ উত্তরণের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এ সংলাপ শেষ হয়।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ছাত্র সংগঠন, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনগুলোর সঙ্গে সংলাপ শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিকেল সাড়ে ৩টায় ও ৪টায় রাকসু সংলাপ কমিটির সঙ্গে বৈঠকে বসেন উত্তরণ ও রাবি রিপোর্টার্স ইউনিটির নেতাকর্মীরা। রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংলাপে দুই সংগঠনের নেতাকর্মীরা ১৩ দফা দাবি তুলে ধরেন।

জানতে চাইলে রিপোর্টারস ইউনিটির সাধারণ সম্পাদক আহমেদ ফরিদ বার্তা২৪.কমকে বলেন, ‘আমরা রাকসু নির্বাচনে অংশগ্রহণ করব না, তবে নির্বাচনকালীন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কয়েক দফা দাবি জানিয়েছি। প্রশাসন আমাদের দাবিগুলোর প্রতি ইতিবাচকতা দেখিয়েছে। আশা করি তারা দ্রুত এ দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।’

সংলাপ থেকে বের হয়ে উত্তরণ সম্পাদক মহব্বত হোসেন মিলন বার্তা২৪.কমকে বলেন, ‘রাকসু নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দ্রুত রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে দেওয়াসহ আট দফা জানিয়েছি। তারা আমাদের দাবিগুলো বিবেচনা করার আশ্বাস দিয়েছে।’

সংলাপ কমিটির আহ্বায়ক প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বার্তা২৪.কমকে বলেন, ‘আজ দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হলো রাকসু নিয়ে প্রশাসনের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, স্বেচ্চাসেবী সংগঠনগুলোর সংলাপ। আমরা সবার দাবিগুলো একত্রিত করে একটি খসড়া করব। এরপর পর্যায়ক্রমে রাকসু নিয়ে বাকি কাজগুলো করা হবে।’

এ সম্পর্কিত আরও খবর