রাবি ছাত্র ফেডারেশনের সভাপতি রাশেদ, সম্পাদক মিলন

, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 10:31:28

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাখা ছাত্র ফেডারেশনের ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রাশেদ রিমনকে সভাপতি ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহব্বত হোসেন মিলনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রোববার (০৫ এপ্রিল) সন্ধ্যায় সংগঠনটির অষ্টম সম্মেলন শেষে সদ্য বিদায়ী সভাপতি তাসবিরুল ইসলাম কিঞ্জল এ কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক ইসরাফিল আলম ও আহসানুল হক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিরান শাহ্, অর্থ সম্পাদক ইফাত জাহান ইমুল, রাজনৈতিক ও শিক্ষা বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম সম্রাট, দফতর সম্পাদক অন্তু বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য আসমা উষা, আজিজুল মানিক, সুব্রত কর্মকার, রবিন, মাসুদ রানা, কনক খান, তাসবিরুল ইসলাম কিঞ্জল।

এর আগে সকাল ১০টার দিকে ‘সন্ত্রাস-দখলদারিত্ব, যৌননিপীড়ন ও প্রশাসনিক স্বৈরতন্ত্রের বিপরীতে রাবিতে একটি প্রকৃত উচ্চশিক্ষার কেন্দ্রে পরিণত করো এবং অবাধ ও নিরপেক্ষ রাকসু নির্বাচন দাও’ এ প্রতিপাদ্যে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম মোস্তফা।

সম্মেলনে সমাজসেবামূলক কাজের জন্য রাজশাহীর বাঘা উপজেলার বাসিন্দা শ্রী বিপ্লব রায়কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এ সম্পর্কিত আরও খবর