ইবিতে ধর্ষণবিরোধী পথনাটক

বিবিধ, ক্যাম্পাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট কুষ্টিয়া বার্তা২৪.কম | 2023-08-14 00:06:18

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ল অ্যাওয়ারনেস এ্যান্ড ভ্যালুস ডেভেলপমেন্ট সেন্টারের আয়োজনে নুসরাত হত্যা ও দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ এবং যৌন হয়রানির প্রতিবাদে পথনাটক ‘বিচার চাই’ প্রদর্শিত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে ডায়না চত্বরে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র এনামুল হক এবং লোক প্রশাসন বিভাগের ছাত্র আদনান হোসাইন চৌধুরীর রচনায় ও নির্দেশনায় নাটকটি প্রদর্শিত হয়। ইবি থিয়েটার নাটকটি পরিবেশনা করে।

এতে কুশিলবদের মধ্যে ছিলেন তন্ময় হাফিজ, পিয়াস, আশফিকা, পপি, কৌশিক, রেদওয়ান, ইমরান, রিফাত প্রমুখ।

আয়োজনের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন- আইন বিভাগের সহযোগী অধ্যাপক রেহেনা পারভীন এবং ফলিত খাদ্য ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শাম্মী আক্তার।

পথনাটকে আরও উপস্থিত ছিলেন আইন বিভাগের অধ্যাপক ও ল অ্যাওয়ারনেস এ্যান্ড ভ্যালুস ডেভপলপমেন্ট সেন্টারের প্রতিষ্ঠাতা ড. রেবা মন্ডল এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আসাদুজ্জামান। দর্শকের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

এ সম্পর্কিত আরও খবর