সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 22:49:27

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচি আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত স্থগিত করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে তারা রাস্তা ছেড়ে দেন। 

এর আগে সকাল সাড়ে ১১টার পর থেকে দ্বিতীয় দিনের মতো নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান নেন সাত কলেজের শিক্ষার্থীরা। পরে দুপুরে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিলেও সেই আশ্বাসে আস্থা রাখতে পারছেন না বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা তাদের দাবিগুলোর বিষয়ে তাদের শিক্ষকদের সাথে আলোচনায় বসবেন বলে জানান সাংবাদিকদের। আলোচনায় অগ্রগতি না হলে আবারও রাস্তা অবরোধের মতো কর্মসূচি দেবেন বলে জানান তারা।

এর আগে গতকাল মঙ্গলবার সেশনজট, ত্রুটিপূর্ণ ফলাফল ও ফল প্রকাশে দীর্ঘসূত্রিতাসহ নানা সমস্যা সমাধানের দাবিতে নীলক্ষেত সড়ক মোড়ে অবস্থান নেন সাত কলেজের শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি তুলে ধরেন।

 

 

এ সম্পর্কিত আরও খবর