মুজিবনগর দিবস জাতীয়ভাবে পালনের দাবিতে রাবিতে মানববন্ধন

বিবিধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 03:26:06

মুজিবনগর দিবসকে জাতীয়ভাবে পালনের দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এই দাবিতে বুধবার (১৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রাবিতে ‘মেহেরপুর ছাত্র উন্নয়ন সংঘ’ (মেসডা) শীর্ষক সংগঠন এসব কর্মসূচির আয়োজন করে। মেসডার সভাপতি মো. আশরাফুল আলমের সভাপতিত্বে এবং সদস্য মো. হাসিবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন গিয়াস উদ্দীন, আবু জাফর, তমাল হোসেন, নাজমুল হোসেন প্রমুখ।

এ সময় মেহেরপুরে উন্নতমানের চিকিৎসা সুবিধা, বিশ্ববিদ্যালয়, কলেজ প্রতিষ্ঠার দাবিও জানান তারা। বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশ সৃষ্টির ক্ষেত্রে মুজিবনগর সরকারের অবদান অনস্বীকার্য। ওই সরকারের সফল নেতৃত্বেই এই দেশ স্বাধীনতা অর্জন করেছে। অথচ এই দিবসটিই জাতীয়ভাবে পালন করা হয় না। এটি জাতি হিসেবে আমাদের জন্য খুবই দুঃখজনক।

তারা বলেন, সমগ্র বাংলাদেশ মেহেরপুর তথা মুজিবনগরের কাছে ঋণী। কারণ মুক্তিযুদ্ধে সফল নেতৃত্বের প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিল এই মুজিবনগর। তাই দেশবাসীর উচিৎ এই দিসবটিতে সফলভাবে পালন করা, জাতীয়ভাবে পালন করা।

এর আগে সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে র‌্যালি বের করা হয়।

এ সম্পর্কিত আরও খবর