শাবিপ্রবির ৭ম ব্যাচের পুনর্মিলনী

, ক্যাম্পাস

সেন্ট্রাল ডেস্ক ১ | 2023-08-27 01:04:19

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষের সপ্তম ব্যাচের শিক্ষার্থীদের দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান শেষ হয়েছে শনিবার। এ দিন দিনব্যাপী ক্যাম্পাসে গল্প, আড্ডা ও সামাজিক সময় প্রভৃতি অনুষ্ঠানের মাধ্যমে পুনর্মিলনী শেষ হয়। ‘কুড়ি বছর পর নোঙর’ স্লোগানে ‘হৃদয়ারতি’ শিরোনামে পুর্নমিলনী অনুষ্ঠিত হয়। পুনর্মিলনীতে তিনশতাধিক শিক্ষার্থী তাদের পরিবার পরিজনসহ অংশগ্রহণ করেন। শুক্রবার (প্রথম দিন) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে পুনর্মিলনীর উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি। এ সময় গেস্ট অব অনার ও চিফ প্যাট্রন হিসেবে শাবি’র উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়েরকোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস উপস্থিত ছিলেন। শুক্রবার সকালে ৭ম ব্যাচের সবাইকে নিয়ে ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা, কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা, বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থীকে ডিফারেন্টলি অ্যাবল মেধাবী সম্মাননা প্রদান, দুপুর আড়াইটায় কেন্দ্রীয় মিলনায়তনে শিক্ষার্থীদের আনন্দ আলোচনা, স্মৃতিচারণ, র‌্যাফেল ড্র এবং সন্ধ্যায় সকলের জন্য উন্মুক্ত মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এসময় সপ্তম ব্যাচের পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজিজুল ইসলাম শামীম, মুহাম্মদ ওমর ফারুক, আবু সাদাত মো. সায়েম, গাজীউল হক সোহাগ, সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস, তাহমিনা সুলতানা সুমি, মুখলিছুর রহমান পারভেজ, আশরাফুল আলম হেলাল, নিবাস চন্দ্র নাথ, তানভীরুল ইসলাম সুমন, জ্যোতিলাল গোস্বামী, সুদীপ্ত চৌধুরী, ফাতহুম মিনাল্লাহ চৌধুরী, জেবিন আক্তার, প্রতাপ চন্দ্র চৌধুরী, তোফায়েল আহমেদ, আহমেদ মনির উদ্দিন, বিধান চন্দ্র দেবনাথ, মাহিম উদ্দিন, জাহিদা মঈন শ্বেতা, তানভীরুল ইসলাম সুমন,বিধান কুমার,নুরুল ইসলাম শিহান,সাজ্জাদ হোসেন,তাহমিনা সুলতানা সুমী, সাইফুল আলম রাজু, মঞ্জুরুল ইসলাম কামাল,রফিকুল ইসলাম জুয়েল,শামছুল ইসলাম, চৌধুরী ফারহানা ঝুমা, লুবনা ইয়াসমিন শুর্মী, আলফেছানী ভ’ইয়া মাসুক, মিজানুর রহমান, হালিমা আক্তার,জাহাঙ্গীর আলম, তাহমিনা আক্তার রুনা, আলাউদ্দিন, নাহিদুর রহমান চৌধুরী, আজিজুর রহমান, নুরজাহান কাকলী, মনি পাল, পলাশ দত্ত, মাসুদ চৌধুরী রাজু, ফাহমিদা আক্তার, শাহ আলম প্রমুখ। পুনর্মিলনীতে সপ্তম ব্যাচের শিক্ষার্থীরা ক্যাম্পাসে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। এসময় তারা নিজের বিভাগ এবং হলে গিয়ে পরিদর্শন করেন। আয়োজনের আহবায়ক আজিজুল ইসলাম শামীম বলেন, দীর্ঘদিন পর বন্ধুবান্ধবদের সাথে দেখা সাক্ষাত হলো। বন্ধুদেরকে কাছে পেয়ে আমাদের খুব ভালো লেগেছে। এক সাথে পথ চলা আমাদের মাত্র শুরু সামনেও এরকম আরো অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানকে সফল করায় সকলকে তিনি ধন্যবাদ জানান।

এ সম্পর্কিত আরও খবর