ইবি শিক্ষার্থীদের জন্য কেনা হচ্ছে নতুন দুইটি বাস

বিবিধ, ক্যাম্পাস

ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-17 19:40:28

বিশ্ববিদ্যালয়ের পরিবহন সমস্যা নিরসন ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নতুন দুইটি বাস ও একটি অ্যাম্বুলেন্স কেনার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ।

শুক্রবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ২৪৪তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার (৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।

এ বিষয়ে তিনি বার্তা২৪কে জানান, ‘সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের বহনের জন্য দুটি বড় বাস ও চিকিৎসা কেন্দ্রের জন্য একটি অ্যাম্বুলেন্স কেনার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে এসব পরিবহন কেনা হবে। এর জন্য মোট ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পরিবহন প্রশাসন দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে কাজ করছে। এরই প্রেক্ষিতে পরিবহন সমস্যা কমানোর লক্ষে সিন্ডিকেট বাস কেনার সিদ্ধান্ত নিয়েছে। আশা করি এর মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যা কিছুটা হলেও লাঘব হবে।’

নতুন পরিবহন কেনার বিষয়ে উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট দূর করার জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়েছি। এ লক্ষ্যে শিক্ষার্থীদের অসুবিধার কথা চিন্তা করে সিন্ডিকেট সভায় নতুন বাস ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

 

এ সম্পর্কিত আরও খবর